প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৭:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১০:৫৩ এ.এম
শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তার দিক নির্দেশনার সাইনবোর্ড না থাকায় ভোগান্তি চরমে

সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপরিকল্পিত ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় বিকল্প রাস্তার দিক নির্দেশনা সাইনবোর্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে ওই রাস্তা দিয়ে চলাচল করায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহানসহ কয়েকজন পথচারী।
বুধবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কানসাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এডিপির অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। এতে পাকা রাস্তা ভেঙ্গে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে ড্রেণ নির্মান করলে এর সুফলভোগ করতো জনগণ। কিন্তু বর্তমানে যেখান থেকে ড্রেন নির্মাণ হচ্ছে এর পশ্চিম পাশের সরকারি জমি দখলের অশঙ্কা রয়েছে।
স্থানীয়রা আরও বলেন, অপরিকল্পিত ১১০ ফিটের ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলেই কোন কাজেই আসবে না জনগণের বরং ময়লা আবর্জনা জমে থাকলে এলাকা দুষিত হওয়ার পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাবে। যদি কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে পুটিমারী বিল পর্যন্ত ড্রেন নির্মাণ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা হবে।
এ বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় পুঠিমারী বিলের অংশ পর্যন্ত ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না। পরবর্তীতে ড্রেন নির্মাণ বৃদ্ধি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর