আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় রোববার (১২ই অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন মোঃ আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা গ্রহণ করবে, আর স্কুলগামী নয় এমন শিশুদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। টাইফয়েড টিকা শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।গুজব বা কুসংস্কারে নয়, বিশ্বাস রাখুন বিজ্ঞানে , আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় টিকা দিন আজই।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর