শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে শিবগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) বিকেলে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলির সভাপতিত্বে আবু সাদাত মুহাম্মদ সাইদের সঞ্চালনায় সাবেক ছাত্রনেতা,শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডঃ এম.গোলাম আরিফের আয়োজনে বক্তব্য রাখেন সাইদুর রহমান, শাহনেওয়াজ মুকুল, ফজলে বারি, হাজি আব্দুল রশিদ, কামাল উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহসান হাবিব সহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সাবেক ছাত্র দল ঐক্য পরিষদের ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও প্রফেসর ডঃ এম.গোলাম আরিফকে সদস্য সচিব নির্বাচিত করা হয় । কমিটি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে নিয়ে আগামী দিনে কাজ করার অঙ্গিকারাবদ্ধ হন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর