# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “বিতর্ক মানেই মুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানকে সামনে রেখে ১১তম সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সুহৃদ সমাবেশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দলের মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। বিতর্কের বিষয় “বাস্তবমুখী শিক্ষা মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখে” ফলাফল ঘোষণা ফাইনাল রাউন্ডে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং নয়া লভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। চ্যাম্পিয়ন: শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ: নয়া লভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বক্তা: শুভা মনি, মোবারকপুর উচ্চ বিদ্যালয় অতিথি ও বিচারকবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি)। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আবুল বাশার, সহকারী অধ্যাপক, কনসার্ট সোলেমান ডিগ্রি কলেজ মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (ইংরেজি), ছত্রাকপুর ফাজিল মাদ্রাসা মোঃ আব্দুল তোয়াব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বিসর্গ ফোরাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর