বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অফিসের সামনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা। সভায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী-পুরুষসহ সমাজসেবা কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।
বক্তারা- বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ স্বাধীনভাবে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ভোটাররা জুলাই সনদ নিয়ে তাদের মতামত দেবেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক দুটি ব্যালট পেপার থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর