প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৪:১০ পি.এম
শিবগঞ্জে জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

# আব্দুল বাতেন, শিবগঞ্জ: শিবগঞ্জ যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে ২৮শে অক্টোবর বিকাল চার ঘটিকায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে যুবদলের আয়োজনে ও জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলি আহমেদ বাবুর সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ।
সাবেক সংসদ সদস্য ও বি এনপির চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারশনের উপদেষ্টা অধ্যপক মোঃ শাহজাহান মিয়া, প্রধান অতিথির বক্তবে বলেন, ১৯৭৮ সালের ২৭শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জন্ম হয়েছিল শহিদ জিয়ার হাত ধরে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জাতীয়তাবাদী দলের চেয়ারপারশন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিলেন। জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করেছিলেন। স্বৈরাচারী হাসিনা সরকার ৫ই আগস্ট, ২০২৪ কোটাসংস্কার আন্দোলনের মাধ্যমে ক্ষতাচ্যুত হয়ে এ দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন।
ভারত সরকারের মদদে স্বৈরাচারী হাসিনা সরকার জাতীয়তাবাদী দলসহ তার বিরুদ্ধে য্রাই কথা বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে কোটাসংস্কার আন্দোলনে সকল শহীদদের আত্মর মাগফিরাত কামনা করেন।
উক্ত জনসভায় আরো বক্তব রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিক, শিবগঞ্জ পৌর জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সায়েমা খাতুন, মোঃ শাওয়ার জাহান সেন্টু, মইনুল ইসলাম মকুল, অধ্যপক সাইদুর রহমান, মোঃ তসিকুল ইসলাম আরো অনেকে বক্তব রাখেন।
এমনকি পুরো মাঠে পাশ্বে বিভিন্ন ভবনে নেতা কর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়। ব্যাপক লোকসমাগমের কারণে বিএনপি'র পক্ষ থেকে শহরের তিনটি স্পটে বড় পর্দার মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দলটি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর