শিবগঞ্জ প্রতিনিধি………………………………………………………….
শিবগঞ্জে গাছ ও কাঁঠাল পাতা বিক্রি করা নিয়ে বিরোধের জেরে সেলিম আলী (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোরস্থান কমিটি সদস্যদের বিরুদ্ধে। নিহত ব্যক্তি উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বামুনগাঁও কেন্দ্রীয় গোরস্থানের গাছ কেটে বিক্রি করেছেন মসজিদ কমিটি। এ নিয়ে রাতে সেলিম আলীর সঙ্গে গোরস্থান কমিটির সদস্যদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে গোরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদ (৫৫), নুরুল হক (৪০), মেজর আলী (৪৫), তরিকুল তরিক (৪২), সেলিম আলীকে কিল ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তিনিও ওই গোরস্থান কমিটির একজন সদস্য ছিলেন।
তবে গোরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য মেলেনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি।#