আব্দুল বাতেন: শিবগঞ্জ সরকার প্রতিবছর কৃষকদের জন্য সার, বীজ, সেচসহ নানা খাতে ভর্তুকি ঘোষণা করলেও বাস্তবে শিবগঞ্জের সাধারণ কৃষকেরা সেই সুবিধা পাচ্ছেন না। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অভিযোগ করেছেন, ভর্তুকির তালিকায় প্রকৃত কৃষকের নাম বাদ দিয়ে প্রভাবশালী মহল ও অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে দরিদ্র ও প্রান্তিক কৃষকেরা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন পর্যায়ের দলীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ভর্তুকির সুযোগ বণ্টন করছেন। অনেকে ভর্তুকির বীজ বা সার বাজারে বিক্রি করে দিচ্ছেন।
দুর্লভপুর ইউনিয়নের কৃষক মোঃ মুকুল করিম ও, কাবিল ইসলাম বলেন, “তিন বছর ধরে ভর্তুকির তালিকায় নাম নেই। অথচ পাশের গ্রামের দোকানদাররা সহজেই সার-বীজ পেয়ে যাচ্ছে। আমরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত।” অন্যদিকে দাইপুকুরিয়ার কৃষক রাজু মিয়া জানান, “ভর্তুকি পাওয়ার জন্য কৃষি অফিসে গেলে নানা অজুহাত দেখিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। অথচ দেখা যায় প্রভাবশালী ব্যক্তিরা বিনা ঝামেলায় সুবিধা পাচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, ভর্তুকি বণ্টনে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম রয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত কৃষকদের তালিকা যাচাই করে সঠিকভাবে ভর্তুকি পৌঁছানো না গেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। তারা দ্রুত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর