প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:০৬ পি.এম
শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ-রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবি ২০২৫-২৬ মৌসুমে গম ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম বীজ, রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।
এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০ কেজি গম, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, জিপসাম ১৭ কেজি, জিংক ১ কেজি, বোরণ ১ কেজি, ৩টি বীজ সংরক্ষণ পাত্র ও একটি সাইনবোর্ড দেয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর