মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সদরে কারবালা মোড়ে ট্রলির সাথে ট্রলির মুখোমুখি সং/ঘ/র্ষে মোংলু আলী (৬০) নামে ট্রলি চালক নি/হত হয়েছে। রবিবার সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। নিহত মোংলু আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মর্দানা গ্রামের মৃত- কশিমুদ্দীনের ছেলে।
ওসি গোলাম কিবরিয়া বলেন, সকাল ৮ টার সময় একই দিক থেকে দুইটি ট্রলি যাওয়ার পথে ওভারটেক করার সময়ই শিবগঞ্জ কারবালা মোড়ে এই সং/ঘ/র্ষ হয়। এতে ঘটনা স্তলে ট্রলি চালক মোংলু আলী নিহত হয়। ওসি আরও জানান লাশের পরিবারে পক্ষ থেকে কোন দাবী না থাকায় লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর