প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ২:৪২ পি.এম
শিবগঞ্জে ওসি সঙ্গে শিবগঞ্জ উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের মতবিনিময়

শিবগঞ্জ প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে শান্তি-শৃংখলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সঙ্গে উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। একই সাথে আপনাদের সকল সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। শিবগঞ্জ থানা পুলিশকে মাঠে কাজ করার জন্য ও উপজেলার সকল পাড়া মহল্লা-এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করার জন্য উপজেলা কৃষক দলের প্রতি আহবান ।
তিনি আরও বলেন, কৃষক দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবে না। কেউ সন্ত্রাসী কর্মকান্ড- করলে তা কঠোর হাতে দমন করার আহবানও জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি জনাব আলহাজ্ব কবির হোসেন, সহসভাপতি আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ , শ্যামপুর ইউনিয়ন সভাপতি, দুর্লভপুর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি আব্দুল বাতেন, মোবারকপুর ইউনিয়ন সিনিয়র সহসভাপতি কবির হোসেন, আদিনা কলেজ ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা ইসমাইল হোসেন সবুজ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর