1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত নতুনতারা সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ ‎ তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায়

শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আরাফাত হোসেন, শিবগঞ্জঃ আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এসময় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ গুলোতে চোখে পড়ার মতো বিজিবি সদস্যদের সক্রিয় দায়িত্ব পালন করতে ও নিয়মিত টহল দিতে দেখা গেছে।

প্রতিবেদক পূজামণ্ডপ গুলোতে বিজিবি’র নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে, মহানন্দা ব্যাটালিয়ন; (৫৯ বিজিবি)’র অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম কিবরিয়া (বিজিএম) বলেন এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলার (ব্যাটালিয়ন অধীনস্থ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলা) এলাকা সমূহের ১৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চ নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ও প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা করেন -অধিনায়ক, (৫৯ বিজিবি)।

এসময় মহানন্দা ব্যাটালিয়ন; (৫৯ বিজিবি)’র সহকারী পরিচালক, মোঃ বেলাল হোসেন বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোয় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে জেলা প্রশাসনের সকল দপ্তরে সমন্বয়ে গঠিত মনিটরিং টিম (বিজিবি, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশবাহিনী, গ্রাম পুলিশসহ আনসার ও ভিডিপি সদস্যরা) মাঠ পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নির‌োলস ভাবে কাজ করছে।

লছমানপুর সর্বজনীন দূর্গা মন্দিরে টহলরত মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র (ক্যাম্প কমান্ডার) নায়েব সুবেদার শামসুল আলম জানান আমরা (বিজিবি) দেশমাতৃকার সিমান্ত রক্ষার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের জিবনমান উন্নয়নে সম্মানিত মহাপরিচালক ও অধিনায়ক স্যারের নির্দেশনায় নিরাপত্তা নিশ্চিত করাসহ সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।

বিজিবি সদস্যসহ অনন্যা সকল বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পূর্ণ:নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে এবছর দূর্গাপূজা পালিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট