আরাফাত হোসেন, শিবগঞ্জঃ আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এসময় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ গুলোতে চোখে পড়ার মতো বিজিবি সদস্যদের সক্রিয় দায়িত্ব পালন করতে ও নিয়মিত টহল দিতে দেখা গেছে।
প্রতিবেদক পূজামণ্ডপ গুলোতে বিজিবি’র নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে, মহানন্দা ব্যাটালিয়ন; (৫৯ বিজিবি)’র অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম কিবরিয়া (বিজিএম) বলেন এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলার (ব্যাটালিয়ন অধীনস্থ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলা) এলাকা সমূহের ১৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চ নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ও প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা করেন -অধিনায়ক, (৫৯ বিজিবি)।
এসময় মহানন্দা ব্যাটালিয়ন; (৫৯ বিজিবি)’র সহকারী পরিচালক, মোঃ বেলাল হোসেন বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোয় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে জেলা প্রশাসনের সকল দপ্তরে সমন্বয়ে গঠিত মনিটরিং টিম (বিজিবি, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশবাহিনী, গ্রাম পুলিশসহ আনসার ও ভিডিপি সদস্যরা) মাঠ পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিরোলস ভাবে কাজ করছে।
লছমানপুর সর্বজনীন দূর্গা মন্দিরে টহলরত মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র (ক্যাম্প কমান্ডার) নায়েব সুবেদার শামসুল আলম জানান আমরা (বিজিবি) দেশমাতৃকার সিমান্ত রক্ষার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের জিবনমান উন্নয়নে সম্মানিত মহাপরিচালক ও অধিনায়ক স্যারের নির্দেশনায় নিরাপত্তা নিশ্চিত করাসহ সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।
বিজিবি সদস্যসহ অনন্যা সকল বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পূর্ণ:নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে এবছর দূর্গাপূজা পালিত হচ্ছে।#