# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১১নং উজিরপুর ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উজিরপুর ইউনিয়নের জলো বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাজাহান মিয়া। সভায় প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম এবং শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল বাবু, সাংগঠনিক সম্পাদক মো. বাবু মেম্বার, সাবেক যুবদল সভাপতি মো. শহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম, উজিরপুর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা মেম্বার হাসনারা বেগম, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম ও মো. জাকারিয়া হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।#