প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ১১:২৬ এ.এম
শিবগঞ্জে আম সংগ্রহ শুরু হয়েছে, ফলন আশানুরুপ

# মো: আরাফাত হোসেন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে..................
রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম সংগ্রহ শুরু হয়েছে। সকল প্রকার গুটি আম ১৩ মে, গোপালভোগ ২০ মে , লক্ষণভোগ/লখনা ২৫ মে, রানীপছন্দ ২৫ মে হিমসাগর/ক্ষিরসাপাত ২৮মে, ল্যাংড়া ০৬ জুন, আমরুপালি ১৫ জুন, ফজলি ১৫ জুল, আশ্বিনা ১০ জুলাই, বারী আম-৪ ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, ইলামতি ২০ আগস্ট আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট আগে কেউ আম গাছ থেকে নামালে বা বাজারজাত করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিবগঞ্জ উপজেলা প্রশাসন এ নির্দেশ জারি করেছে ।এতে করে আমচাষীরা তাদের উৎপাদিত আম সঠিকভাবে বাজারজাত করতে পারবে এবং নায্যমূল্যে বিক্রি করতে সহজ হবে।
সম্প্রতি কয়েক দফা কালবৈশাখী ঝড় হওয়ায় শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আমচাষীরা দারুন ক্ষতিগ্রস্থ হয়েছে।তারপরও যে পরিমাণ আম রয়েছে তা যদি সঠিক দামে বিক্রি করতে পারে তাহলে তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না বলে আশা করা হচ্ছে।
দেশের একমাত্র উল্লেখযোগ্য পরিমাণ আম উৎপাদন হয় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে।এসব উৎপাদিত আমের সুনাম ও কদর বিশ্বজুড়ে।এ এলাকার সুমিষ্ট আম দেশের বিভিন্ন এলাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী হয়ে থাকে।যা থেকে দেশ বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর