আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকদলতপুর আম বাজারে আম বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আম বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির জয়েন্ট সেক্রেটারি মোঃ লিটন আলীসহ অন্যান্য সদস্য ও স্থানীয় আড়দারগণ। সভায় বক্তারা আম বাজারের সার্বিক উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে বাজারে প্রবেশ ও যাতায়াতের জন্য টেকসই রাস্তা নির্মাণ, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যাপারীদের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
আলোচনায় বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর