মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসত বাড়ির পেছনের কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে উঠে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। পরে কবরস্থানে গিয়ে দেখা গেছে পাশে থাকা একটি দেয়ায় উঠে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশে-পাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫-২০ টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা আমার এলাকার আল-আমিন এসব ককটেল এখানে মজুদ করেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর