আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসেন এবং সবাই মিলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে দু’টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের পাশে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।” এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর