প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২২, ১১:৪০ এ.এম
শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনে এক চেয়ারম্যানসহ ২জনের মনোনয়ন প্রত্যাহার

# নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে.........................
অনুষ্ঠিতব্য ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয় পরিষদের নির্বাচন। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহষ্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ে এক চেয়ারম্যানসহ ২জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন, জামায়াত সমর্থিত মোঃ রবিউল ইসলাম। অন্য প্রার্থী হলেন, ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ নুরুল ইসলাম।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ তাসিনুর রহমান নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে প্রার্থীরা। সাধারণ ভোটারদের কাছে প্রার্থীরা তাঁদের ভোট প্রাথণা করবেন। ভোটাররাও তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বিঘেœ ও শতঃস্ফুতভাবে ভোট প্রদান করবেন। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে কানসাট ইউনিয়ন নির্বাচনে#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর