চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।
এ সময় জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার প্রমুখ।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিকিৎসাভাতা ১৫০০ টাকা, বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেয়ার আহব্বান জানান।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ¦ লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর