# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সাবেক সংসদস সদস্য বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শহীদ জননেতা মমতাজ উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২ অক্টোবর ২০২৩) ভোর রাতে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সুজন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর রাতে রাজশাহী থেকে সুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) একুশে পদক-২০২৩-এ ভূষিত হন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ (১৯৮৬-১৯৮৮) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিকসা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি সম্মেলনে লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নাটোর জেলা শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিনকে ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার সময় গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।#