সংবাদ বিজ্ঞপ্তি..........................
আজ (২৬ জুন) জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র ৯৯ তম জন্মবার্ষির্কী। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১:৩০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ রুয়েট পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর(চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহাম্মদ ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু , বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধান সহ বিশিষ্ট শিক্ষক,কর্মকর্তা ,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। #
এডিট: সান
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর