মেহেরুল ইসলাম মোহন, নাটোর: নাটোরের লালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে খাদ্যে ভেজাল দেওয়ায় আইসক্রিম ফ্যাক্টরিসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে-২৪) দুপুরে উপজেলার লালপুর, গোপালপুর,ওয়ালিয়া ও অমৃতপাড়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর এর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর র্যাব-৫,সিপিসি- ২ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এ বিষয়ে মেহেদী হাসান তানভীর জানান,উপজেলার লালপুর বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরিতে নকল পন্য প্রস্তুত বা উৎপাদনের অপরাধে ৮০ হাজার টাকা,অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে উপজেলার অমৃতপাড়া বাজারে লতিফের গুড় আড়ৎকে ২৫ হাজার। গোপালপুর বাজারের জিহাদ দই ঘরকে ২৫ হাজার, ওয়ালিয়া বাজারের চৌধুরী ফুডকে ৫ হাজার টাকা ও বাগাতিপাড়ার দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জন সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর