# মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর..................................................
নাটোরের লালপুরে হিট স্ট্রোকে রেজাউল করিম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (২৯শে এপ্রিল-২৪) দুপুর ২ টার দিকে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। রেজাউল করিম একই গ্রামের ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছে।
রেজাল্ট করিমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল সোমবার সকালে রেজাউল করিম পার্শ্ববর্তী রাজশাহীর বাঘায় তার মেয়ের বাড়িতে যান। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া সেরে বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে তিনি প্রচন্ড তৃষ্ণার্তবো বোধ করেন। এ সময় পরিবারের লোকজন তাকে শরবত এবং প্রচুর পানি পান করতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পবিত্র কালেমা পাঠ করতে করতেই মারা যান।
পরিবারের সদস্যরা আরও জানান,অসুস্থ হওয়ার ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী রেজাউল করিমের হিটস্ট্রোকে মারা যাওয়ার খবরটি সংবাদ কর্মীদের নিশ্চিত করে জানান, রোদের মধ্যে থেকে এসে তিনি অসুস্থতা বোধ করেন এবং প্রচুর পানি পান করেন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর