# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর.........................................................
দেশের সবচেয়ে উষ্ণতম অঞ্চল নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও তীব্র তাপ দাহ হতে মুক্তি পেতে তাওবায় সালাত/ ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল-২৪) সকাল ৯ টার দিকে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকাবাসীর আয়োজনে কলসনগর কওমি মাদ্রাসা মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক,চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নেয়।উক্ত নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন কলসনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা।
আয়োজকরা বলেন, বৈশাখের তীব্র খরায় ঘরে-বাইরে কোথাও ছিটেফোঁটা স্বস্তি নেই। একটু বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে এই অঞ্চলে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির বৃষ্টি চেয়েছি। আল্লাহ আমাদের কবুল করে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য প্রার্থনা জানিয়েছেন তারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর