প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ১০:০৮ এ.এম
লটারিতে বদলি: চাঁপাইনবাবগঞ্জের নতুন এসপি গৌতম কুমার বিশ্বাস

আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম কুমার বিশ্বাস। তিনি এর আগে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি ছিলেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ–সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এবার এসপি নিয়োগে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আগে যারা এসপি ছিলেন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচ থেকে যাচাই–বাছাই করে একটি ফিট লিস্ট তৈরি করা হয়। সেই তালিকা থেকেই ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য ৬৪ জন কর্মকর্তাকে বেছে নেওয়া হয়।
জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের পুলিশের দায়িত্ব বণ্টন ও বদলি–পদায়ন নিয়ে গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠক হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে জেলা–ওয়ারি এসপি চূড়ান্ত করা হয়েছে। এ কারণে সম্প্রতি ছয় জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগও স্থগিত ছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর