ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় ১৮ মার্চ মঙ্গলবার সকাল ছয়টায় সুগন্ধা নদীতে মাছ ধরা নৌকার সাথে ঢাকা থেকে বরগুনা গামী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে লঞ্চের ধাক্কায় তৎক্ষনাৎ নৌকাটি দিখন্ডিত হয়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক নিঁখোজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়টার দিকে নদীতে মাছ ধরা নৌকায় প্রতিবেশী হাওলাদার এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো শিশু রায়হান মল্লিক । জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী এক লঞ্চের সাথে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও সেই শিশুটি নদীতে নিখোঁজ হয়ে যায়।
সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট শিশুটির সন্ধানে কাজ করছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর