মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের নামে দীর্ঘদিন ধরে চালানো ভয়ংকর মাদক কারবারের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করেছে র্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে, যার বয়স মাত্র ১৯ বছর।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানার দেউলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সুজন (১৯), তিনি বাগমারার মীর্জাপুর গ্রামের খুশবর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। আগে থেকেই নজরদারিতে থাকা সুজনকে গভীর রাতে একটি অটোভ্যানে থাকা অবস্থায় আটক করা হয়। ভ্যানের খড়ের নিচে লুকানো তিনটি কার্টুন থেকে উদ্ধার করা হয় মোট ৬৪৮ বোতল (৬৪.৮ লিটার) উচ্চমাত্রার অ্যালকোহল। এসব বোতল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে জানা যায়। অভিযানে আরও উদ্ধার করা হয়েছে একটি অটোভ্যান, ১২০টি ধানের আটি, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড।
র্যাব জানায়, জব্দকৃত অ্যালকোহলের ঘনত্ব প্রায় ৯০ শতাংশ, যা মানবদেহের জন্য চরমভাবে ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হতে পারে। অতিরিক্ত মুনাফার লোভে সুজন দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় যুবকদের মধ্যে এই প্রাণঘাতী মাদক সরবরাহ করে আসছিল।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজবিরোধী এই ধরনের চক্রকে চিহ্নিত করে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর