বিশেষ প্রতিনিধি........................
আগামীকাল রোববার ১০ জুণাই পবিত্র ঈদ-উল- আযজা। ত্যাগের মহিমায় চিরভাস্বর পবিত্র ঈদ-উল- আযহা বছর ঘুরে আবার এলো মুসলমানদের মাঝে আনন্দের হয়ে। ১০ দিন পূর্ই এদিনটি নির্রন হয়েছে। সে মোতাবেক মুসলমানরা কুরবাণীর জন্য হালাল পশু কেনারয় ব্যস্ত হয়ে পড়েছে। এ ঈদ অন্যান্য কেনাটোর চেযে হালাল পশু কেনায় সবাই বেশি ব্যস্ত থাকে।
দেশের প্রতিটি জেলা সদরে ঈদের নামাজ কখন কোন সময়ে আরম্ভ হবে তা নির্ারণ হয়েছে।সকাল ৭টা থেকে ঈদের নামাজ শুরু হবে এবং পর্ায়ক্রমে ৯-৯৩০টা পর্ন্ত চলবে।নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে পশু জবাই শুরু হবে। আল্লাহ তায়ালা কে খুশি করার জন্য আল্লাহ তায়ালার নির্শে কুরবাণী হয়ে থাকে।
ঈদে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এক বাণীতে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছে। বাণীতে দেশের ও বিশ্ব উম্মার সুখ শান্তি কামনা করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর