শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসায় অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ও নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক, বিশিষ্ট শিক্ষানুরাগী, আঞ্জুমান মুফিদুল ইসলামের আজীবন সদস্য এবং আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি এসএম হারুনার রশীদকে রূপসা কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় শনিবার বেলা ১১টায় রূপসা কলেজের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধিত অতিথি বলেন, রূপসা কলেজকে নতুন আঙ্গিকে সাজানো হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে সকল শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে এগিয়ে আসতে হবে। এর আগে আগে রূপসা কলেজ গেটে সংবর্ধিত অতিথি এসএম হারুনার রশীদকে রূপসা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ। সভাপতির বক্তৃতা করেন অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ও নারায়ণগঞ্জ এর সাবেক জেলা প্রশাসক এসএম হারুনার রশীদ। কলেজের সার্বিক বিষয় নিয়ে প্রতিবেদন পাঠ করেন সহকারী অধ্যাপক শিক্ষক প্রতিনিধি মোঃ এমদাদুল হক।
কলেজের সহকারী অধ্যাপক উদ্ধব চন্দ্র পালের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, মোঃ হাফিজুর রহমান, নৈহাটী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা গেজেট সাব-এডিটর এসএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক শ্যামল কুমার দাস, মোঃ আব্দুল হালিম মোল্লা, মোঃ শহিদুল্লাহ, নুসরাত জাহান লিলি, শেখ আরিফুজ্জামান, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, মোঃ শিহাব উদ্দিন, মালেক ফারাজী, মোঃ খায়রুল বাশার, সঞ্জয় কুমার ধর, ছদরুল আমিন মোল্লা, মোঃ রিপন আলী, মোঃ আক্তারুজ্জামান, লাইব্রেরিয়ান রেহেনা পারভিন, প্রদর্শক রাহা গোবিন্দ লাল, প্রদর্শক প্রভাষ পাল, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, সাপ্তাহিক খুলনার বাণীর বার্তা সম্পাদক এসএম আরিফুল ইসলাম রিপন, দৈনিক প্রবাহ রূপসা প্রতিনিধি মোঃ বেনজির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মোঃ ইউনুস গাজী, জেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, রূপসা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান, সাবেক সভাপতি মোঃ আবু বক্কর, সাবেক সাজ্জাদ হোসেন লিপন, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সহ-সভাপতি মোঃ রনি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পিয়াস মুন্সী, ছাত্রনেতা মিদুল সরদার, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর