প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২২, ৪:০৬ পি.এম
রূপসায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা, খুলনা থেকে........................
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যাম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী (সঃ) এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা (রঃ) সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি পশ্চিম পাড়া বায়তুন নূর জামে মসজিদ আজ ১৭ জুন শুক্রবার জুম্মা বাদ তৌহিদী জনতার সৌজন্যে শতশত ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নৈহাটি পশ্চিম পাড়া বায়তুন নূর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক ও পরিচালনা করেন ইমাম ও খতিব তৌহিদুল ইসলাম কচি।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম, আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ কবির, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান, মোঃ হারেজ শেখ , তারেক আহম্মেদ টিপু, বাদশা মিয়া, মোঃ দিদারুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম রবি, আলহাজ্ব আবুল খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ শেখ শহীদুল্লাহ আল আজাদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ ওমর ফারুক রাসেল, মোঃ সজীব শেখ সুজা, মোঃ রবিউল ইসলাম রবি, মহাসিন খান রানা, সোহান শেখ, সাদিক শেখ, বাকির বাবু, শিবলী, আবু বক্কার, বাসার মল্লিক, কামরুল ইসলাম, খান জিন্দার, সাব্বির হোসেন, সাকিবুল হাসান, সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।
উক্ত সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল রূপসা-বাগেরহাট পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন, মুফতি শামসুর রহমান। উক্ত অনুষ্ঠানের সমাপ্তিতে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকায় জুতা পেটা করে আগুনে নিক্ষেপ করা হয়।#
আরজা/০৫
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর