নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৮ দলীয় ডে-নাইট (ফুটসাল) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে রূপসা ও ফকিরহাট সহ বিভিন্ন এলাকার মোট ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফকিরহাট আটটাকি স্পোটিং ক্লাব বনাম পাটশালা স্পোটিং ক্লাব। উদ্বোধনী খেলায় ফকিরহাট আটটাকি স্পোটিং ক্লাব জয়লাভ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আট্টাকি যুব সংঘ ও মৌভোগ অগ্রগামী যুব সংঘ। খেলার নির্ধারিত সময়ে মৌভোগ অগ্রগামী যুব সংঘ ২-০ গোলে জয় লাভ করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন মঈন খান ও আপন।
খেলা পরিচালনা করেন আলী আকবর, সুমন রাজু ও বাশির আহমেদ লালু। টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সালমান এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মঈন খান। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম এ হালিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হাফেজ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাসুম শেখ, সমাজসেবক জামাল শেখ,শাহাজালাল শান্ত, শাহাজাদা আলমগীর ও আবুল কালাম শেখ।
প্রভাষক বাশির আহম্মেদ লালুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সেকেন্দার আলী শেখ, কুদরত আলী, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, বিল্লাল শেখ, আনিসার শেখ, ফেরদৌস সরদার, জহির খান, আলামিন, লিমন মাহমুদ, সাইমুন আলম রিশাদ, তাহসিন, হানিফ, আঃ রহমান ও আঃ আকমল। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন অরবিট স্কলারস, রবিউল ফুসকা হাউজ, নিডস টিউটোরিয়াল, পাঠশালা স্পোর্টস, ইসলাম ট্রেইলার্স ও কলেজ ক্যান্টিন। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার প্রদান করে অপি মেডিকেল কর্নার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর