প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:২৩ পি.এম
রূপসায় ৫ দফা দাবীতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ, ৫ দফা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতিত গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, সৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী টিএসবি ইউনিয়ন ওলামা বিভাগের আয়োজনে ৭ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাংলাদেশ জামাতে ইসলামী টিএসবি ইউনিয়ন অফিস থেকে শুরু করে থানার মোড় হয়ে থানার সামনে দিয়ে পুনরায় থানার মোড় হয়ে কাজদিয়া বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কাজদিয়া স্কুল মাঠের মাথা পর্যন্ত গিয়ে পুনরায় কাজদিয়া বাজারের ওবায়েদ ফার্মেসীর সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এ
সময় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মো: সেলিম রেজা, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম।
টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাও: গোলাম রসুলের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, মাওঃ আবদুল গফ্ফার, আবুল বাশার, হাফেজ মো: হারুন-অর-রশিদ, মুন্সি মনিরুজ্জামান, হাফেজ মো: বিল্লাল শেখ, মাও: ইবরাহীম খলিল ফারুকী, জুম্মান আনসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর