প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ২:৪৬ পি.এম
রূপসায় ১২ অক্টোবর হাতপাখার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ আগামী ১২ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টা থেকে পুর্ব রুপসা বালুর মাঠে অনুষ্ঠিত হবে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়ন শাখা এর উদ্দোগে আয়োজিত হাতপাখা প্রতিকের নির্বাচনী গনসমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুহতারাম মহাসচিব রূপসী রূপসার কৃতি সন্তান,খুলনা (৪রুপসা তেরখাদা দিঘলিয়া) আসন এর হাতপাখা প্রতীকের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলঃ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ ইমরান উক্ত নির্বাচনী সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার ( ৮ অক্টোবর) বিকাল ৪ টায় দলীয় কার্যলয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং নৈহাটি ইউনিয়ন শাখার সভাপতি, আলহাজ ইকরামুল হক এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান রউফীর পরিচালনায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী, আরজান আলী মেম্বার, আলঃ আশরাফুল ইসলাম বিশ্বাস,মুফতী হেলাল উদ্দিন শিকারি,মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব আফজাল হোসেন,মাও জাহিদুর রহমান, আলহাজ্ব আনিসুর রহমান, প্রমুখ নেতৃবৃন্দ। দল মত নির্বিশেষে সবাইকে নির্বাচনী সমাবেশ অংশগ্রহণ করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর