শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনার রূপসায় ইট-ভাটার মালিক দ্বারা অবৈধভাবে নদী দখলপূর্বক নদীর গতিপথ পরিবর্তন করায় শ্রীরামপুর বিল সংরক্ষণ বেড়িবাঁধ ভাঙনের কবলে। ফলশ্রুতিতে শ্রীরামপুর বিলের ৫২০ হেক্টর ফসলি জমির ফসল হুমকির মুখে। যেকোনো সময় বেরিবাঁধ সম্পূর্ণ ভেঙ্গে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই শত শত কৃষক হতাশাগ্রস্ত হয়ে দ্বারে দ্বারে ঘুরছে।
এ অঞ্চলের কয়েকটি গ্রামের কৃষকরা বেরিবাঁধ সংরক্ষণ করতে না পারায় আজ ফুঁসে উঠেছে। যার ফলশ্রুতিতে ১৫ মার্চ শনিবার সকাল দশটায় শ্রীরামপুর ভাঙ্গন কবলিত বেরিবাঁধে কয়েক শত কৃষকের উপস্থিতিতে শ্রীরামপুর বিলের পশ্চিমপাড়ের অবৈধ ইটের ভাটার মালিক কর্তৃক নদী দখলের প্রতিবাদে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীরামপুর, নিহালপুর, নিকলাপুর ও নৈহাটি গ্রামের সকল কৃষকের উপস্থিতিতে কৃষক পার্টনার ফিল্ড স্কুলের আয়োজনে এ কৃষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ। আব্দুল হালিম মোড়লের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ রয়েল আজম, মোঃ রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপি'র সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ দিদারুল ইসলাম , জেলা ছাত্রদলের যুগ্ন -আহবায়ক ও শ্রীরামপুর বাজার কমিটির সভাপতি মোঃ শাহাজামান প্রিন্স, খুলনা জেলা তাঁতের দলের যুগ্ন -আহবায়ক নাজমুল হুদা,ছাত্রদল নেতা রাকিব হাসান, মিকাইল হোসেন, ৫ নং ওয়ার্ড জামাতের আমির ইঞ্জিনিয়ার জাহিদ, শ্রীরামপুর মন্দির কমিটির সভাপতি শক্তিপদ বিশ্বাস, কৃষক পার্টনার ফিল্ড স্কুল সাধারণ সম্পাদক মোঃ আল নোমান, কৃষক প্রতিনিধি আল আমিন, আমান, সাদ্দাম,আবু তাহের ,শান্ত, আল হেলাল , হুমায়ূন,আবুল কালাম, দাউদ আলি, সাদ্দাম হাওলাদার, আলকাস, মুনসুর হাওলাদার, হামিদ মোল্লা, নাসির উদ্দিন, জিয়াউর রহমান, ইসরাইল মোল্লা, রেজাউল শেখ,অসিম দাস,জীবন দেব, গফ্ফার মোল্লা, সুমন হাওলাদার, মোঃ জুম্মান হাওলাদার, আবুল হোসেন, নেওয়াজ শরীফ,মুহাসিন শেখ, স্বপন, কেরামত, সঞ্জয় দেব, নুর ইসলাম, মনির হাওলাদার, শ্যামল মন্ডল, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা কয়েকটা ইটভাটার মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যদি অচিরেই অবৈধভাবে নদী দখল বন্ধ না'করে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন। এবং পূর্বে নদী যে জায়গায় ছিল সেই জায়গা খনন করে অবৈধ ভাবে ভাটার মালিকরা যে নদীর জায়গা দখল করে রেখেছে সেটি উদ্ধার করতে সরকারের প্রতি আবেদন জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর