# নাহিদ জামান, রূপসা: র্যাব -৬ খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ১৯ জুন রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে খুলনা জেলার রূপসা থানার খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দেয়। গাড়িটি রাস্তার পাশে থামলে গাড়িতে থাকা যাত্রী মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, গ্রাম ধুলিয়া, থানা- সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরা ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে রূপসা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর