নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসা: খুলনার রূপসায় সামন্তসেনার পঁচার বটতলা গুচ্ছগ্রামের একটি ঘরে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে র্যাব-৬ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রিভলবার ২টি। এর মধ্যে একটির মডেল made in USA, Colt model 1878 six shooter revolver.
র্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২টি রিভলবার উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা র্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে তারা দ্রুত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে। এ সকল অঞ্চলে এখনো সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর