নিজেস্ব প্রতিবেদক, রূপসাঃ রূপসার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, নিহত যুবক বি কোম্পানির ক্যাডার ও আব্দুল আওয়ালের ছেলে। রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর