# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগের ৩য় খেলা ১৯ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে শাহরিয়ার ইলেভেনস (শাহাজাদা আলমগীর) এবং তাজকিংস একাদশ (জামাল)। তুমূল প্রতিযোগিতাপূর্ন এই খেলাটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্র অবস্থায় শেষ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তাজকিংস একাদশের জাকারিয়া।
খেলা পরিচালনা করেন সুমন রাজু,আলী আকবর,বিপ্লব সরদার। খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বাশির আহম্মেদ লালু,আবুল কালাম,ফরিদ আহম্মেদ,বেল্লাল শেখ,কামরুল শেখ,শাহাজাদা আলমগীর,জামাল শেখ,লিমন মাহমুদ। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে মা এন্টারপ্রাইজ ও ইন্টেরিয়র ইরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর