প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ১:০৫ পি.এম
রূপসায় পানের বরজে বন নাশক স্প্রে প্রয়োগ, ১২থেকে ১৪ লক্ষ টাকার ক্ষতি

নাহিদ জামান, খুলনা: রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের বাদশা মোল্লার এক কাহন পানের বরজ বন নাশক স্প্রে প্রয়োগ করে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। আনুমানিক ১২ থেকে ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে পানচাষী বাদশা।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় গতকাল ১৬ ডিশেম্বর গভীররাত্রে পূর্ব শত্রুতার জেরধরে এমন ঘৃণিত কর্মকান্ড করেছে পড়সী বেসধারী এক কুলাঙ্গার। বন নাশক স্প্রে পানের বরজে প্রয়োগ করায় বাদশা মোল্লার প্রায় ১২/১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বন নাশক স্প্রে প্রয়োগের উক্ত বরজে আগামী ৯০ দিন একটি বনও উৎপাদন হবে না। এমন ধ্বংসযোগ্য কর্মকান্ড সংগঠিত হওয়ার কারণে এলাকার অন্নান্য পান চাষীরা আতংকে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগী বাদশা মোল্লা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে এলাকার ইউপি সদস্য কাজি আঃ কুদ্দুস জানান এমন ঘৃণিত কর্মকান্ড যে করেছে তার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। কোন ভাবেই ফসলের ক্ষতি মেনে নেওয়া যায় না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর