# নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০গজ দূরে বাংলাদেশ রেলওয়ের জমির ওপর নতুন সংবাদ প্রতিদিন পত্রিকার অফিস নির্মাণের লক্ষে্য দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভোগদখল করে আসছে পত্রিকা সংশ্লিষ্ট সম্পাদক মন্ডলির সদস্যগণ।
এ দিকে গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটের সময় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম সহ কতিপয় শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পত্রিকার দখলকৃত জমির ওপর এসে পত্রিকার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ পাওয়া যায়।
উক্ত বিষয়ে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার নিকট অভিযোগ দায়ের করেছেন, পত্রিকার সম্পাদক মোঃ খবীরুদ্দীন। অভিযোগের বিষয়ে সম্পাদক বলেন, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি থেকে অনেক দূরে এবং তা বিদ্যালয়ের সাথে কোন প্রকার সংশিষ্ঠতা নেই, এর পর ও কেন বেআইনি ভাবে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম সঙ্গীদের নিয়ে পত্রিকা সংশ্লিষ্ট সাইনবোর্ড ভাংচুর করছে তা আমার জানানেই। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বস প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর