# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় ডিলারী সনদ বাতিলের প্রতিবাদে ওয়ার্ড পর্যায়ের ডিলারদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত দিনে বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রান্তিক কৃষকদের দৌড়গোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে এবং কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে প্রতি ওয়ার্ডে একজন করে সাব ডিলার নিয়োগ দিয়েছিল। বর্তমান সরকারের শিল্প মন্ত্রণালয় সেই ডিলারদের ডিলারী সনদ বাতিল করে শুধু ইউনিয়ন পর্যায়ে ডিলার রাখার সিদ্ধান্ত নিয়েছে যে কারণে খুচরা সার বিক্রেতারা পথে বসার উপক্রোম হবে। অপর দিকে কৃষকের উৎপাদনে খরচ বৃদ্ধি পাবে তাছাড়া খুচরা সার বিক্রেতারা কৃষকের কাছে বাকিতে সার বিক্রি করে লক্ষ লক্ষ টাকার ধার দেনা রয়েছে এ সকল টাকা ডিলারদের ঘরে ফিরে যাবেনা বলে আশংকা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সারের ডিলার মোঃ মুছা শেখ, গাজী আঃ ছাত্তার, মেহেদী বিল্লাল, মনিশংকর রায়, আজিজুল মোড়ল, আঃ রউফ শেখ, আঃ জব্বার, ফিরোজ হোসেন পলাশ, ইমদাদুল হক, আজিজ মিনা, গোপাল মন্ডল, মিজানুর রহমান মোড়ল, মোঃ জালালুদ্দিন, রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক, কামাল ঢালী, মোল্লা মোহাম্মদ আলী, সুভাষ হালদার প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর