# নাহিদ জামানঃ খুলনায় রূপসার আইচগাতী ইউনিয়নের আইচগাতী উত্তর পাড়া এলাকায় ৭ বছরের একটি শিশুর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে উক্ত গ্রামের জলিল মীরের "স" মিল এলাকার আকবর গাজীর পুত্র ফয়সাল গাজী গতকাল সোমবার দুপুরে কাজ শেষে বাড়িতে ফিরে তার ছোট ভাই শাওন (৭) এর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ধারনা করা হচ্ছে কে বা কাহারা শিশুটিকে হত্যা করে উক্ত ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।
আইচগাতী ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, উক্ত শিশুটির পিতা খুলনাতে ইজিবাইক চালায় এবং মাতা মানুষের বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করে। শিশুটি বাড়িতে একা ছিলো পরবর্তীতে দুপুরে তার বড় ভাই মৃত দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। মৃত্যু রহস্য এখনো উদঘাটন হয়নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর