# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP), প্রাণিসম্পদ দপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৬ নভেম্বর সকালে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। অনুষ্ঠানে মোট ৩০টি স্টলের মাধ্যমে প্রায় ৭০–৮০ জন খামারি তাদের দুম্বা, গরু, ছাগল, ষাঁড়, হাঁস, মোরগ, মুরগি, পাখি, ঘাস কাটার মেশিনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য উপস্থাপন করেন। প্রদর্শনীতে মোট ৩০টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
প্রাণিসম্পদ দপ্তরের এলইও ডা. নাসরিন সুলতানার পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক কৃষ্ণপদ রায়, শিক্ষক শাবানা, প্রাণিসম্পদ দপ্তরের দেবাশীষ মণ্ডল, পিন্টু ঢালী, সোহেল রানা, সোহেল হালদার, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, খামারি লাকী বেগম, সঞ্জিত কুমার মালাকার প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর