নাহিদ জামান, নিজেস্ব প্রতিবেদক, রূপসাঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাজদিয়া সরকারি উচ্মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। সন্মানিত অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক মীর,রূপসা পল্লী বিদুৎ এজিএম এমএ হালিম খান, শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদেরের পরিচালনায় বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, বিদ্যালয়ের সাবেক ছাত্র সাংবাদিক জিএম আসাদুজ্জামান, প্রভাষক আনোয়ার হোসেন মিন্টু, বাশির আহম্মেদ লালু, সেলিম রেজা, অনুপ পাল, সেকেন্দার আলী শেখ, ভবেশ বিশ্বাস, বিপ্লব মন্ডল,শিক্ষক মিজানুর রহমান, তুষার দত্ত, অভিজিত রায়, বিভাস দাম, সঞ্জীব মজুমদার,ইমদাদুল হক, এসকে কুদরত আলী, কামরুজ্জামান, শম্ভুনাথ দাস, কল্যাণ রায়, পবিত্র দেবনাথ, সঞ্চিতা গাইন, বিদ্যালয়ের সাবেক ছাত্র মুন্না সরদার, ইসরাইল বাবু প্রমূখ।
অনুষ্ঠানে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী অমিত হাসান অন্তর খুলনা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সে কাজদিয়া গ্রামের মোশাররফ হোসেন আন্টুর ছোট সন্তান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর