নাহিদ জামান, নিজেস্ব প্রতিবেক, রূপসা: রূপসায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায়, জাগারনী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ২১ ডিসেম্বর রবিবার সকালে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা দিবস ২০২৫ উদযাপন করা হয়।
উপজেলা দিবস উদযাপন উপলক্ষে সমৃদ্ধি কর্মসুচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রম এর আওতায়, কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন আয়োজন মধ্যে দিয়ে দিনব্যাপী এ আয়োজন চলে। আয়োজনে মধ্যে ছিলো কিশোর কিশোরিদের আয়োজনে বিভিন্ন রকম স্টল, দিয়ালিকা, কিশোরদের মিনি ম্যারাথন, কিশোরিদের সাইকেল রেন্স প্রতিযোগীতা, কিশোরিদের বালিশ খেলা, কিশোরিদের নাচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
কিশোরদের মিনি ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে শেখ সিয়াম দ্বিতীয় স্থান অধিকার করে শেখ হুসাইন তৃতীয় স্থান অধিকার করে আলী আকবর। কিশোরিদের সাইকেল রেন্স প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে সানজিদা আকতার ময়না,দ্বিতীয় স্থান অধিকার করে শ্রেয়া ভদ্র প্রীতি,তৃতীয় স্থান অধিকার করে ফারিয়া। কিশোরিদের বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করে ফাহামিদা, দ্বিতীয় স্থান অধিকার করে শ্রাবন্তি, তৃতীয় স্থান অধিকার করে আরদ্ধ্য বৌদ্ধ। কিশোরিদের নাচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফৌজিয়া খান, দ্বিতীয় স্থান অধিকার করে পুজা, তৃতীয় স্থান অধিকার করে অন্যেশা বর্ধন।
খেলার ইভেন্ট পরিচালনা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক আব্দুল কাদের। সকল আয়োজন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার।
প্রোগ্রাম অফিসার ইনচার্জ অনিতা দাসের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার, মোঃ জামাল উদ্দিন লিটন, তেরখাদা এরিয়া ম্যানেজার মোঃ বাকির উদ্দিন, কাজদিয়ার এরিয়া ম্যানেজার শিমুল মিনা, রূপসা এরিয়া ম্যানেজার ম্যানেজার হুমায়ুন কবির, শিক্ষক সেকেন্দার আলী। উপস্থিত ছিলেন জহির খান, তাহসিন সহ নয় বছর থেকে শুরু করে ১৮ বছরের উপজেলার পাঁচ ইউনিয়নের কিশোর কিশোরীগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর