শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসায় সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য সামনে রেখে রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়ার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ।
বোরহানউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,ইআরসি ইনসট্রাক্টর কাজী এহতেশামুল হক,ফায়ার সার্ভিস স্টেশন লিডার মনির, পিআইও দপ্তরের প্রকৌশলী মোঃ আল-আমিন শেখ, টিএসবি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,আইচগাতী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,নৈহাটী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন,ইউপি সদস্য শফিকুল ইসলাম,মাসুম শেখ,আইরিন পারভিন প্রমূখ।#