নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসা। খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী, বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে সমাজের সকল স্তরের ধর্ম চর্চার পাশাপাশি ধর্ম গুরুদের ভাতা প্রদান করা হবে। আমার চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি গভীরভাবে উপলব্ধি করেছি একটি এলাকা, একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সঠিক, ন্যায়নিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সম্প্রীতি রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং সকল ধর্ম বর্ণ পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সনাতন ধর্মে শেখায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই এক পরিবার। এই আদর্শ বুকে ধারণ করেই সমাজ গড়ে তুলতে হবে, যেখানে হিংসা নয়, থাকবে সহমর্মিতা, বিভেদ নয়, থাকবে ঐক্য। দুঃখের সঙ্গে বলতে হয়, বিগত দিনে আপনারা আপনাদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। কিন্তু ইতিহাস শেখায় অন্যায় বেশিদিন টেকে না।
তিনি বলেন, আজ সময় এসেছে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যে যেই দলই করি না কেন, এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মিলিত শক্তিতে। কারণ শান্তিপূর্ণ সমাজ ছাড়া উন্নয়ন সম্ভব নয় এটাই সনাতন দর্শন, এটাই মানবিক রাজনীতি। আগামী ১২ তারিখে আপনারা যদি আমাকে আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই হিসেবে মনে করে দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি এই এলাকার উন্নয়নে বৈষম্যহীন থাকব।
তিনি আরও বলেন যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে উন্নয়ন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। বিশেষ করে সেনেরবাজার ঘাটের দীর্ঘদিনের দুরবস্থা আমি জানি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সেনেরবাজার ঘাটকে একটি উন্নত, নিরাপদ ও কার্যকর ঘাট হিসেবে গড়ে তোলা হবে যা এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। আসুন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাই। তিনি ৩০ জানুয়ারি ( শুক্রবার) দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর খুলনা সেবাশ্রম ও আইচগাতী ইউনিয়ন সনাতনী মতুয়া সংঘ আয়োজিত মতুয়া মহাসম্মেলনে সেবাশ্রম প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
খুলনা সেবাশ্রম প্রনব মঠের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর বিপন কুমার সাহা, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। এ্যাডঃ মনিশংকর নাগ ও লিটন বিশ্বাস খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আবু সাঈদ,খুলনা জেলা পূজা পরিষদ নেতা ইন্দ্রজিত চক্রবর্তী, সমাজসেবক গৌর সুন্দর মন্ডল, গৌতম সাহা, প্রশান্ত কুমার দে, শংকর দেবনাথ, জেলা যুবদল নেতা তানভির আহমেদ সুমন, সুভাষ বিশ্বাস, শংকর দে লখাই, গোপাল বিশ্বাস, সুভাষ হালদার,ভোলনাথ দে, অমিয় কুমার পাল, সুকান্ত সেন, সঞ্জয় দাস, বিপ্লব চক্রবর্ত্তী প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর