# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়াটার ফাইনাল খেলা ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ)। খেলা উদ্বোধন করেন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এইচ.এম. কামরুল ইসলাম কচি। আমন্ত্রিত অতিথীর বক্তৃতা করেন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের সভাপতি এইচ.এম. মাসুদুল ইসলাম।
খেলা উদ্বোধন শেষে অতিথীরা খেলোয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে খেলা শুরু হয়। খেলায় মুখোমুখি হয় কাজদিয়া ফুটবল একাদশ ও এসবি আলী ফুটবল একাডেমি খালিশপুর। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণাত্মক খেললেও কোনো গোল না হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে গড়ালে এসবি আলী ফুটবল একাডেমি ৩–২ গোলে কাজদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের খেলোয়ার নির্বাচন কমিটির পক্ষে ম্যান অব দ্য ম্যাচের খেলোয়ারের নাম ঘোষণা করেন ক্রিড়া সংগঠক প্রভাষক বাশির আহম্মেদ লালু।
মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের সভাপতি এইচ.এম. মাসুদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এইচ.এম. কামরুল ইসলাম কচির স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচেরর পুরস্কার দেওয়া হয় বিজয়ী দলের গোলরক্ষক আমীর কে। ম্যাচ পরিচালনার দ্বায়িত্বে ছিলেন তানভির ইসলাম, আলী আকবর ও আবু বক্কর। খেলার ধারা বিবরনীতে ছিলেন মোঃ মুছা শেখ।
খেলায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী,এইচ.এম আজিজুল ইসলাম, ক্রীড়া সংগঠক ইউসুফ আলী, সমাজসেবক আলম শেখ, সাজ্জাত হোসেন, আবুল কালাম, রউফুল হক মুকুল, জিএম মাসুদ, কামরুল শেখ, ফরিদ শেখ, শাহাজাদা আলমগীর, আলামিন, লিমন মাহমুদ, মনিরুজ্জামান, আবুল কাশেম, সুজন শেখ, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।
আগামীকাল একই মাঠে একই সময়ে টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে খুলনা মোহামেডান একাডেমি ও গোপালগঞ্জ শিপন ফুটবল ট্রেনিং সেন্টার।#