নিজস্ব প্রতিবেদক..............................................................
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকল কেনা-কাটার ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কৃচ্ছতা সাধন করতে হবে।
আজ সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ কমিটির ৭১ তম সভায় তিনি এই আহবান জানান।
সভায় অবসর গ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় সকল গবেষণার স্বচ্ছতা আনায়নের জন্য Plagiarism সফটওয়্যার ক্রয় অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. অধ্যাপক ড.এস.এম. আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী , খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. মনিরুল হক খান। সভা পরিচালনা করেন রুয়েটের অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর