মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে এলে সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাজ্জাদকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে সাজ্জাদ ক্ষমতার অপব্যবহার, আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, বিভিন্ন সময়ে হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এসব কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তার শাস্তি দাবি করে আসছিলেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সাজ্জাদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, “কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।” একইসঙ্গে অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, শেখ সাজ্জাদ হোসাইনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা যাচাই-বাছাই চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর